নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মনিহার এলাকা থেকে এক গৃহবধূ অপহরণের অভিযোগে এক মাস ৪ দিন পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূর পিতা বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রফলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশারেফ বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩৯) নামে একজনকে আসামি করে মঙ্গলবার মামলা করেন। মামলার আসামি হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের কামরুল সরদারের ছেলে সাকিব সরদার (২৩)। পুলিশ আসামিকে আটক করেছে।
মামলায় মনিরুল ইসলাম বলেন, আমার মেয়ে আসমা খাতুন ওরফে শাবনুরের (২২) সাথে যশোর শহরের পূর্ববারান্দিপাড়া মোল্লাপাড়া মসজিদের সামনে সৈয়দ আলীর ছেলে রমজান হোসেনের সাথে ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর আসমার একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বর্তমানে কন্যার বয়স ২ বছর। মনিরুলের শ্বশুর বাড়ির সামনে আসামি সাকিব সরদারের বাড়ি।
সেই সুবাদে আসামি সাকিব আসমার পূর্ব পরিচিত। আসমা তার কন্যা সন্তানকে নিয়ে স্বামীর বাসায় বসবাস করে আসছে। মাঝে মধ্যে আসমা তার নানীর বাড়ি যাওয়া আসা করতো। যাওয়া আসার এক পর্যায়ে আসামি শাকিব আমার মেয়ে আসমার মোবাইল নাম্বার সংগ্রহ করে। প্রায় সময় সাকিব আমার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কুপ্রস্তাবসহ বিরক্ত করতো। ২৫ অক্টোবর মনিহার সিনেমা হলের সামনে থেকে রিকশা থামিয়ে ফুসলিয়ে আমার মেয়ে আসমা ও তার কন্যা সন্তানকে অপহরণ করে একটি প্রাইভেটকারে করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে সোহেল কমিশনারের ভাড়া বাসা থেকে গত ২৯ নভেম্বর আমার মেয়ে আসমা ও তার কন্যা সন্তানকে উদ্ধার করি।
আরও পড়ুন: ভ্যানের এলইডি লাইটে দুর্ঘটনার আশঙ্কা