কল্যাণ ডেস্ক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ঘিরে হামলা-সংঘর্ষে চার জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, এখন পর্যন্ত চার জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন রমজান কাজী, ইমন তালুকদার ও দিপ্ত সাহা।