নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গোপীকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে হায়দার আলী গাজী প্যানেলকে হারিয়ে আব্দুল আজিজ প্যানেল একক ভাবে বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৭৯ ভোটারের মধ্যে থেকে ৭৬ জনের উপস্থিতিতে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
এতে আব্দুল আজিজ সরদার প্যানেলে আব্দুল গনি সরদার ৪০ ভোট, আব্দুর রহিম মোড়ল ৩৬ ভোট, রেজাউল করিম সরদার ৩৫ ভোট, জসিম উদ্দীন বিশ্বাস ৩৫ ভোট ও বিলকিছ খাতুন ৪১ ভোট পেয়ে একক ভাবে বিজয়ী হয়েছেন। অপর দিকে হায়দার আলী গাজী প্যানেলে আজগার আলী গাজী ৩৩ ভোট, কবির হোসেন ৩৩ ভোট , আকতার আলী ৩৩ ভোট , শহিদুল ইসলাম ৩৪ ভোট, বিউটি খাতুন ৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, একই দিনের একই সময়ে শিক্ষকদের গোপন ব্যালটে ভোট প্রয়োগের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে। মৌলভী শিক্ষক আব্দুল মতিন, গনিতের শিক্ষক রবিউল ইসলাম ও সহকারী শিক্ষক জয়নাল আবেদীনসহ তিনজন শিক্ষক প্রতিদ্বন্দিতা করেন। ১৩ জন শিক্ষক নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। এতে শিক্ষক রবিউল ইসলাম ১০ ভোট পেয়ে জয়ী হন, এবং মৌলভী শিক্ষক আব্দুল মতিন ৮ ভোট পেয়ে জয়ী হন। এবং প্রতিদ্বন্দি প্রার্থী জয়নাল আবেদীন ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হলেন কৃষি শিক্ষিকা তানজিলা ফেরদৌস। ভোট গ্রহনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও প্রিজাইটিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র। আইন শৃংখলার দায়িত্বে ছিলেন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বানী ইসরাইল, এসআই নাজমুল হোসেনসহ পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।
