নিজস্ব প্রতিবেদক
যশোর উপশহরের গোল্ডেন ইজিবাইক শোরুমের ডাকাতি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ১৩ জনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানার এসআই স্বপন কুমার দাস আদালতে এই চার্জশিট দাখিল করেছেন।
অভিযুক্তরা হলো, মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার রংমেহার গ্রামের রহম উদ্দিনের ছেলে হিরা রহমান বিজয়, শ্রীনগর থানার উত্তর চকেরপাড়া মাসুদাবাদ গ্রামের শামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম, সিরাজদী খান থানার পাথরঘাটা গ্রামের সুন্দর সাগর ওরফে সাগর ঢালী, মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে আলমগীর হোসেন, নরসিংদী বেলাবো উপজেলার লোহাজুড়িকান্দা গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব হোসেন, নারানগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা গ্রামের জাকির হোসেনের ছেলে সোহেল হোসেন, রূপগঞ্জ উপজেলার দক্ষিণ বাড়ৈ গ্রামের দুদু মিয়ার ছেলে রবিন মিয়া, ঢাকার শ্যামপুর মডেল থানার ডালকানগর লেন এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আমির হোসেন, দোহার থানার দক্ষিণচর জয়পাড়া গ্রামের বাহাদুর আলমের ছেলে কালাম ওরফে লাল মিয়া, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিন্না গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেন, শরিয়তপুরের পালং উপজেলার বাখিরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুচ আলী ও মাদারীপুর সদর থানার কাপালি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টার দিকে যশোর উপশহর এলাকার নুরনবী নিশান তার ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন বাইক বন্দ করে বাড়ি চলে যান। নৈশ্য প্রহরী হিসেবে দোকানে কাজ করতেন আবুল হোসেন। গভীর রাতে একদল ডাকাত নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকের শোরুমে হানা দেয়। ডাকাতরা শোরুমের সামনে ট্রাক ভিড়িয়ে ১৫০ পিচ ব্যাটারী, টায়ার ও ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে গেছে। যার মূল্য আনুমিনক ২৫ লাখ টাকা।
এই ঘটনায় দোকান মালিক উপশহর এলাকার নুরনবী নিশান বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত কালাম ওরফে লাল মিয়া ও সুন্দর সাগর ওরফে সাগর ঢালীকে পলাতক দেখানো হয়েছে।