বিনোদন ডেস্ক
ডিসি কমিকসের অন্যতম সুপার হিরো ঘরানার সিনেমা ওয়ান্ডার ওম্যান। তবে প্রযোজনা সংস্থাটির পরিচালনা পর্ষদে রদবদল হওয়ার পর একের পর এক সুপারহিরোদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই যেমন সুপারম্যান চরিত্রে হেনরি ক্যামিলের জনপ্রিয়তা দুনিয়জোড়া। কিন্তু ডিসি কমিকস থেকে জানানো হয়েছিল, এ সিনেমায় আর তিনি থাকছেন না। ঠিক তেমনি ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে গ্যাল গ্যাদতকে দেখা যাবে না বলেও ছড়িয়েছিল গুঞ্জন।
তবে গতকাল ডিসি কমিকসের নতুন নির্বাহী পরিচালক গান ফেন জানিয়েছেন গাল গ্যাদোতই থাকছেন ‘ওয়ান্ডার ওম্যান’-এর তৃতীয় কিস্তিতে। সম্প্তি একটি আন্তর্জাতিক গণমাম্যমে বিষয়টি নিয়ে তিনি বলেন, “সুপারম্যানের ভূমিকায় হেনরি কেভলিকে আমাদের উপযুক্ত মনে হচ্ছে না। তাই এই জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। তবে গ্যাল গ্যাদত ‘ওয়ান্ডার ওম্যান’কে নিয়ে গেছে অন্য উচ্চতায়। এই নারী সুপারহিরোকে ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছে।”
হলিউডপ্রেমীদের জন্য ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমাটির জনপ্রিয়তা তুঙ্গে। ছবিটিতে গ্যাল গ্যাদতের দুর্দান্ত অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, আর ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে দেখা যাবে না এ লাস্যময়ী অভিনেত্রীকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিসি কমিকসের নতুন নির্বাহী পরিচালক জেমস গান।
প্রসঙ্গত, ওয়ান্ডার ওম্যান জনপ্রিয় ডিসি কমিকসের একটি চরিত্র। এ চরিত্রের ওপর ভিত্তি করে প্রথম ১৯৭৪ সালে টেলিভিশনের জন্য একটি সিনেমা নির্মাণ করা হয়। এরপর ২০১৭ সালে ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত অভিনয় করেন ওয়ান্ডার ওম্যান শিরোনামের সিনেমায়। পরিচালক ছিলেন প্যাটি জেনকিন্স। সিনেমাটির বাজেট ছিল ১৪ কোটি ৯ লাখ ডলার এবং বিশ্বব্যাপী আয় করে ৮২ কোটি ২৩ লাখ ডলারেরও বেশি। তুমুল জনপ্রিয়তার কারণে ২০১৯ সালে মুক্তি পায় চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এটিও ব্যবসাসফল হয়।
এদিকে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নামে কালে কালে রচিত হয়েছে শত শত কাহিনি। তৈরি হয়েছে অনেক সিনেমাও। বিভিন্ন সময় সেসব সিনেমায় অভিনয় করেছেন এলিজাবেথ টেলরসহ নন্দিত সব অভিনেত্রী। এবার সে তালিকায় নাম উঠেছে গ্যাল গ্যাদতের।
সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ডেডলাইন। তাদের এক প্রতিবেদন অনুসারে, গ্যাল গ্যাদত হতে যাচ্ছেন নতুন ক্লিওপেট্রা। তাকে নিয়ে ছবিটি পরিচালনা করবেন প্যাটি জেনকিন্স।
প্রসঙ্গত, ইতিহাস বিখ্যাত মিশরের রানী ক্লিওপেট্রা সপ্তম থিয়া ফিলোপেটর ছিলেন মিশরের টলেমাইক সাম্রাজ্যের শেষ সক্রিয় শাসক। তিনি তার ঘটনাবহুল জীবনের জন্য ইতিহাসে খ্যাতি পেয়েছেন। তবে তার ৩৯ বছরের জীবন যতটা নাটকীয় ছিল, তার থেকে বেশি আলোচনা জন্ম দেয় তার মৃত্যুরহস্য।