নিজস্ব প্রতিবেদক
শনিবার যশোরে গ্রাম্য চিকিৎসকদের মিলনমেলা হয়েছিল। ‘বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’ যশোর শাখার সম্মেলন উপলক্ষে জেলা পিটিআই অডিটোরিয়ামে বসেছিল মিলনমেলা। এ আয়োজনে অংশ নিয়েছিলেন বিভিন্ন উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম্য চিকিৎসক। এ অনুষ্ঠানে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল গফুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল, ইবনে সিনা ট্রাস্টের অতিরিক্ত পরিচালক এএনএম তাজুল ইসলাম, কমিটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি গ্রাম্য ডাক্তার আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান বাদল, সহ-সভাপতি আকবর আলী, যুগ্ম সম্পাদক এসএম সৈয়দ হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সভাপতি এসএম খান জাহান আলী, সাধারণ সম্পাদক কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস ও গ্রাম্য ডাক্তার মোস্তফা আল কামাল।