নিজস্ব প্রতিবেদক: বুধবার যশোর জয়তি সোসাইটিতে গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি নজরুল ইসলাম। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক টিপু সুলতান। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী, প্রচার সম্পাদক আজগার আলী, দপ্তর সম্পাদক বাহারুল ইসলাম কাজল। দোয়া ও ইফতার অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ পারভেজ ফুল। এ সময় সংগঠনের অন্যান্য সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।