নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চল যশোরের আয়োজনে ২ দিনের নাট্য কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
ভারতের কলকাতা নাট্যজন ও লেখক সুশীল সাহা কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। জেলার ৯টি নাট্য সংগঠনের ৩০ নাট্যকর্মী এতে অংশ নিচ্ছেন। সংগঠনগুলো হলো প্রত্যয় থিয়েটার, ব্যাঞ্জন থিয়েটার, শব্দ থিয়েটার, রুপকার নাট্য গোষ্ঠি, মা-নৃত্যালয়, স্বপ্নচারী নাট্য নিকেতন, শিল্পী সুষ্টি, ডায়মন্ড ক্লাব ও শিল্পাঙ্গণ যশোর। কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চল যশোরের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান। আজ শুক্রবার বিকেলে সনদ প্রদানের মধ্যদিয়ে কর্মশালা শেষ হবে। এসময় একাডেমি মঞ্চে পরিবেশিত হবে একটি নাটিকা।