নিজস্ব প্রতিবেদক
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন সংসদীয় এলাকা। সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এলাকাটি। দলীয় মনোনয়ন প্রত্যাশী জানান দিয়ে বিএনপির একাধিক প্রার্থী এলাকায় গণসংযোগ, সভা, সমাবেশ করছেন। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্যান্য দলের মনোনীত প্রার্থীরাও। এ আসনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকায় তৃণমূলে অস্বস্তি আছে। তবে দলের সিদ্ধান্ত কেউ উপেক্ষা করবেন না বলে জানিয়েছেন সম্ভাব্য এসব প্রার্থী ও সমর্থকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তৃণমূলে সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ নানাভাবে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন বিএনপির অন্তত পাঁচ প্রার্থী। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ ও এবি পার্টি মনোনীত হলেন রিপন মাহমুদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা কামাল হুসাইন।
রিপন মাহমুদকে সভা-সমাবেশে দেখা না গেলেও দেখা যাচ্ছে ব্যানার ফেস্টুনে। আর জামায়াতের ম্যান্ডেট নিয়ে এলাকায় আসা ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ সভা-সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তার নেতৃত্বে দুই উপজেলার সকল ইউনিয়নে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।
বিএনপির পাঁচ মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খাঁন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক। তারা সকলেই ধানের শীষের মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রার্থী ও সমর্থকরা বলছেন উচ্চ মহলের ‘ গ্রিন সিগন্যালেই’ মাঠে নেমেছেন তারা।
যশোর-২ আসনটিকে অতিথিদের জন্য বরাদ্দ বলে প্রচার রয়েছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই এই আসনে নির্বাচিত হয়েছেন শেষের দিকে এসে তাদের অনেককেই ‘আমদানি’ করা বলেও মজা করেন কেউ কেউ। ইতোমধ্যে পরিবর্তিত প্রার্থী নিয়ে মাঠে নেমে পড়েছে জামায়াতে ইসলামী। ইংল্যান্ড থেকে দেশে ফিরে নির্বাচনী ময়দানে যুক্ত হয়েছেন দলের প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ।
যশোর-২ সংসদীয় আসনে ২২টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা রয়েছে। সমান সংখ্যক ১১টি করে ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাতে।
যশোর-২ আসনে ১৯৭৩ সালের নির্বাচনে (তখন আসনটি ছিল বৃহত্তর এই জেলার যশোর-৬) আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন আবুল ইসলাম ওরফে সাবাস চেয়ারম্যান। ১৯৭৯ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন এম এ বদরুল আলী ওরফে বদরুল আলা ওরফে আলা সাহেব। ১৯৮৬ সালে এরশাদের আমলে ঝিকরগাছা-চৌগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি হয়ে যায় যশোর-২। সেবার এমপি হয়েছিলেন জামায়াতে ইসলামীর মকবুল হোসেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে এমপি হন মীর শাহাদাতুর রহমান। এরশাদের পতনের পর ১৯৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের আমলে প্রথম নির্বাচনে এই আসন থেকে এমপি হয়েছিলেন আওয়ামী লীগের অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি পরবর্তীতে সরকারের মন্ত্রীসভায়ও স্থান পেয়েছিলেন। অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছিলেন। এর মাঝে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এমপি হয়েছিলেন বিএনপির অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা। ২০০১ সালে চার দলীয় জোটের আমলে বিএনপি আসনটি জামায়াতে ইসলামীকে ছেড়ে দেয়। সেবার আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসাইন এমপি নির্বাচিত হয়েছিলেন।
এর পরের বার থেকেই আওয়ামী লীগের ‘অতিথি আপ্যায়ন’ এর রাজনীতি শুরু হয় আসনটি নিয়ে। ২০০৮ সালে প্রার্থী করা হয় সাবেক কূটনীতিক প্রয়াত মোস্তফা ফারুক মোহাম্মদকে। তার পৈত্রিক ভিটা ঝিকরগাছায় হলেও কবে, কখন তিনি এলাকায় থেকেছেন তা কেউ বলতে পারতেন না। ২০১৪ সালে আওয়ামী লীগের একক নির্বাচনের মনোনয়নে এমপি হন অ্যাডভোকেট মনিরুল ইসলাম। ওই শেষ। আবারও অতিথিদের জন্য বরাদ্দ করা আসনটিতে আওয়ামী লীগ একে একে বিজয়ী করিয়ে আনে ২০১৮ সালে সাবেক সেনা কর্মকর্তা ডাক্তার নাসির উদ্দিন এবং ২০১৪ সালে ডাক্তার তৌহিদুজ্জামানকে। এ দুজনই বিশেষ গোষ্ঠীকে দেওয়া আওয়ামী লীগের ‘কোটা’য় এমপি হিসেবে শপথ নেওয়ার সুযোগ পেয়েছিলেন বলে স্থানীয়দের ধারণা। যদিও এসব মানুষ জন্মসূত্রে ঝিকরগাছার অধিবাসী। তবে, স্থানীয় আলো-বাতাসের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না।
জানতে চাইলে জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খাঁন বলেন, যশোর-২ আসনে দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ১২ বছর ধরে আমি মাঠে আছি। তৃণমূলের সাথে আছি। নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে আছি। কারাবন্দি নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছি। নিজে মিথ্যা মামলায় অসংখ্যবার কারাগারে বন্দি থেকেছি। কারাগারে বন্দি থাকা অবস্থায় অন্য বন্দিদের খোঁজ রেখেছি। যথা সম্ভব আর্থিক সহযোগিতা করেছি। দলকে সুসংগঠিত করার চেষ্টা করে গেছি। তাই বিশ্বাস করি তৃণমূলের দাবি অনুযায়ী দল আমাকে মূল্যায়ন করবে। তবে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা নাজমুল মুন্নি। তিনি দল থেকে মনোনয়ন পেয়ে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। বর্তমানে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, গত ১৫ বছরে ১৫টি মামলার আসামি হয়েছি। দল যখন যে দায়িত্ব দিয়েছে সাহসিকতার সাথে তা পালন করেছি। দল আমাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। যশোর-২ আসনে মোট ভোটারের ৫২ শতাংশ নারী উল্লেখ করে সাবিরা নাজমুল নারী প্রার্থী হওয়ায় খুলনা বিভাগের মধ্যে তিনি এগিয়ে রয়েছেন বলে দাবি তার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেন, কেন্দ্র থেকে শুরু করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল আমার সাথে আছে। আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলা-মামলায় জর্জরিত হয়েও সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সিনিয়রদের মতামতকে গুরুত্ব দিয়ে জুনিয়রদের কাজে লাগাতে চাই।
চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংগঠিত করে রেখেছি। দল যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক বলেন, দুর্দিনে যখন কেউ রাজি হয়নি, তখন আমি মনোনয়ন নিয়ে এই আসনে নির্বাচন করেছি। আমাকে এবারও দলের জন্য কাজ করতে বলা হয়েছে।
এদিকে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে ছাত্রশিবিরের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদকে। শিশু হৃদরোগ ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ এই চিকিৎসক প্রায় ৩০ বছর ধরে যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন। যশোর শহরের খড়কিতে তার জন্ম।
এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ বলেন, এবি পার্টি ভোটের নয়, রাজনৈতিক জোট করবে ইনশাআল্লাহ।
	সর্বশেষ
	
				- নির্বাচনের আগে মাঠ প্রশাসন নতুন করে সাজানো হবে; নভেম্বরে শুরু নতুন ডিসিদের নিয়োগ
- দাবি না মানলে কাল থেকে পোলট্রি খাত বন্ধের হুঁশিয়ারি
- সেন্ট মার্টিনে ভ্রমণের অনুমতি মিললেও নেই পর্যটকের সাড়া
- অগ্নিকাণ্ডের আশঙ্কা : বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার
- বিপুল, হাজী সুমন, শাহারুল,বিপু,হিটার নয়নসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
- যশোরের আওয়ামী লীগ নেতা শাহারুল ঢাকায় আটক
- বিএনপির আমলে বেকারদের বিনা পয়সায় চাকরি দিয়েছি
- লালনের গানে গানে শিল্পী ফরিদা পারভীনকে স্মরণ

 
									 
					
