নিজস্ব প্রতিবেদক
হারলেই এক ম্যাচ আগেই দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে নেমে যেত গ্রীন ডায়মন্ড ক্লাব। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিং করে তারা করতে পারে ১১৯ রান। তখনই অনেকেই ধরে নিয়েছিল সবার আগে দ্বিতীয় বিভাগ টায়ার-১ নেমে যাবে গ্রীয় ডায়মন্ড। তবে বল হাতে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ১২ জয় তুলে নিয়েছে গ্রীন ডায়মন্ড।
এই জয়ে যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে টিকে থাকার লড়াই জমে গেছে। প্রত্যেক দলই দুটি করে ম্যাচ শেষ করেছে। দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থানে রয়েছে দি নিউ স্টার ক্লাব। একটি করে জয় নিয়ে পরের স্থানে রয়েছে গ্রীন ডায়মন্ড ও মুন্সি এরশাদ।
শেষ ম্যাচে মুন্সি এরশাদ খেলবে নিউ স্টারের বিপক্ষে। অপর ম্যাচে মুখোমুখি হবে গ্রীন ডায়মন্ড ও উপশহর ক্রীড়া চক্র। তাই প্রত্যেক দলের সামনে রয়েছে লিগে টিকে থাকার সুযোগ।
উল্লেখ্য, প্রথম বিভাগ ক্রিকেট লিগের সর্বনিম্ন দুই পয়েন্টধারী খেলবে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে।
শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামের আউট ফিন্ড ভেজা থাকায় ৩০ মিনিট দেরিতে শুরু হয়। টসে জিতে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবের অধিনায়ক রিয়াজ প্রথমে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে গ্রীন ডায়মন্ড ৩৩ ওভার বলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে ইয়াসির আরাফাত ৬৪ বলে ৫টি চারে ৫০, সুজন ২৩ ও সাব্বির মাহমুদ ১০ রান করেন।
মুন্সী এরশাদ আলী স্মৃতির আল আমিন ১৮ রানে ৪টি ও সাব্বির ১৯ রানে ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১০৭ রান করতে পারে। সাকিব ১৬, তন্ময় ১৫ ও রিয়াজ ১০ রান করেন। অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ৩৮ রান। গ্রীন ডায়মন্ডের সুজন, সোলাইমান নয়ন, জুয়েল ও নূর নবী ২টি করে উইকেট দখল করেন।