নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যওয়ার্ড ২০২৩’ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাহানোয়ার সাইদ শাহীন। যুবকদের উদ্বুদ্ধকরণ, সামাজিক আন্দোলন ও কৃষিতে সচেতনতা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে মনোনীত হয়েছেন।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গত ২০ বছর ধরে ছাত্রছাত্রীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং গত এক যুগ ধরে সাংবাদিকতার মাধ্যমে কৃষি ক্ষেত্রে সচেতনতা তৈরি এবং নারীর ক্ষমতায়নে কাজ করছেন। চলতি বছরের মার্চে দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব যুব নেতৃত্ব সম্মেলনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত এক যুগ ধরে প্রতিবেদন ও লেখনীর মাধ্যমে কৃষিতে সচেতনতা তৈরি, সামাজিক আন্দোলন ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন। ২০২২ সালের আগস্ট থেকে তিনি কালের কণ্ঠে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। কালের কণ্ঠে যোগদানের আগে তিনি প্রায় এক যুগ বণিক বার্তায় ছিলেন।
গত এক যুগের বেশি সময়ে দুই হাজারের বেশি কৃষি বিষয়ক প্রতিবেদন ও লেখনি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে কৃষি খাতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ২০১১ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।