নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা বুধবার সকালে সদর উপজেলার নওদাগ্রাম বোলপুর মধ্যপাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
এসময় সালিমা আক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী ও আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায় বুধবার গোপন সূত্রে খবর পায় সদর উপজেলার নওদাগ্রাম বোলপুর মধ্যপাড়ার জাকির হোসেনের বাড়িতে গাঁজা বেচাকেনা হচ্ছে।
এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের সদস্যের উপস্থিতি টের পেলে জাকির হোসেন সু-কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী সালিমাকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে ঘরের মধ্যে লুকানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।