কল্যাণ ডেস্ক
অনেকেরই ঠোঁট কালো থাকে। ঠোঁট কালো হওয়ার পেছনে নানা কারণ থাকলেও এর মধ্যে বহুল প্রচলিত হচ্ছে ধূমপান। এ থেকে অল্পতেই ঠোঁট কালো হয়। আবার সূর্যের অতিবেগুনি রশ্মি ও অত্যধিক লিপস্টিক ব্যবহারের কারণেও ঠোঁট কালো হতে পারে। ডিহাইড্রেশন বা হরমোনের ভারসাম্যহীনতা থেকেও ঠোঁট কালো হতে পারে।
ঠোঁট যে কারণেই কালো হোক না কেন, তা উজ্জ্বল দেখাতে নানা উপায় অবলম্বন করা হয়। বাজার থেকে বিভিন্ন ধরনের প্রসাধনী এনেও ব্যবহার করা হয়। কিন্তু তাতে খুব একটা ফলাফল পাওয়া যায় না। ফলে হতাশায় ভোগেন কেউ কেউ। ভারতীয় একটি সংবাদমাধ্যম ঠোঁটের উজ্জ্বলতা বাড়ার কয়েকটি ঘরোয়া উপায় জানিয়েছে। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
ঠোঁট এক্সফোলিয়েট:
ঠোঁট এক্সফোলিয়েট করলে মৃত কোষ ও শুকনো চামড়া পরিষ্কার হয়। এতে ঠোঁট নরম ও কোমল হয়। পাশাপাশি ঠোঁটের কালো ছোপও দূর হয়। তবে বাজারে প্রচলিত স্ক্রাব এড়িয়ে চলতে হবে। বাসা-বাড়িতে চিনির সঙ্গে অলিভ ওয়েল বা মধু মিশিয়ে ঠোঁটের ওপর ঘষতে পারেন। এভাবে ২-৩ দিন পরপর ঠোঁট এক্সফোলিয়েট করলে ভালো ফল পাওয়া যায়।
ঠোঁট হাইড্রেটেড রাখা:
হাইড্রেশনের জন্য প্রচুর পরিমাণ পানি পান করতে হয়। একইসঙ্গে ঠোঁটেও ময়েশ্চারাইজার বা বোরোলিন ব্যবহার করতে পারেন। নারকেল তেল, শিয়া বাটা, আমন্ড ওয়েল বা ভিটামিন ই বিদ্যমান এমন তেল বেছে নিতে পারেন ময়েশ্চারাইজারের জন্য। চাইলে লিপ বামও ব্যবহার করতে পারেন।
রোদ থেকে সুরক্ষা রাখা:
সূর্যের ইউভি রশ্মি ঠোঁটের গোলাপি আভা কেড়ে নিতে পারে। এ জন্য বাইরে রোদে বের হওয়ার আগে ঠোঁটের যত্ন নেয়া প্রয়োজন। ত্বকে মাখার সানস্ক্রিন ঠোঁটে লাগানো যাবে না। তাই এফপিএফ বিদ্যমান লিপ বাম ব্যবহার করতে হবে। এফপিএফ ১৫ যুক্ত লিপ বাম ঠোঁটের সুরক্ষায় কাজ করে।
ধূমপান ও চা-কফি এড়িয়ে চলা:
ধূমপান করলে স্বাভাবিকভাবেই ঠোঁট পুড়বে। আবার অতিরিক্ত চা-কফি পান করলেও ঠোঁট কালো হতে পারে। এ জন্য ধূমপান ত্যাগের সঙ্গে চা-কফিও এড়িয়ে চলুন। ক্যাফেইন কম এমন চা পান করতে পারেন। প্রয়োজনে ক্যামোমাইল টি, পুদিনার বা দারুচিনির চা বেছে নিতে পারেন।
লেবুর রস:
ঠোঁটের কালচে ভাব দূর করার জন্য ঘরোয়া উপায়ের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে লেবুর রস ব্যবহার। ঠোঁটে লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে থাকা ব্লিচিং উপাদান কালচে ভাব দূর করে থাকে। আবার দুধের সঙ্গে গোলাপের পাপড়ি বেটে ঠোঁটের ওপর মাখিয়ে নিতে পারেন। লিপ মাস্কও ঠোঁটের হারানো গোলাপি আভা ফিরিয়ে দিতে পারে।
