নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে আইনজীবী সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে। উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ গত ৯ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক বরাবর এই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের দড়াটানাস্থ মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের দ্বিতীয়তলায় অধ্যক্ষ হারুন অর রশিদের নিজ নামীয় একটি ঘর অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে ভাড়া দেন। ১২শ ৫০ টাকা ঘর ভাড়া এবং ২৫০ টাকা বিদ্যুৎ বিল বাবদে মোট ১৫শ’ টাকা হারে মোট দুই বছর এক মাসে ৩৬ হাজার ২৫০ টাকা অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনির নিকটে পাবেন সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ। মোমিননগর শিল্প ইউনিয়ন লিমিটের কর্মচারীরা ভাড়ার টাকা আনতে গেলে আজ না কাল বলে কালক্ষেপণ করেন জনি। এক পর্যায়ে অধ্যক্ষ হারুন অর রশিদ নিজে গেলে তাকে ধমক দিয়ে ফিরেয়ে দেয়া হয় বলে জানিয়েছেন। ফলে পাওনা টাকা পরিশোধসহ ঘরটি ছেড়ে দেয়ার জন্য গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে এই ব্যাপারে জনির ০১৭১২৭৪৬৭৩০ নম্বর মুঠোফোনে একাধিকবার রিং করা হলেও তিনি রিসিভ করেননি।