নিজস্ব প্রতিবেদক
ঘাষ কাটাকে কেন্দ্র করে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামে একই পরিবারের তিনজনকে মারপিটে জখমের ঘটনায় আদালতে দায়েরকরা মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড করা হয়েছে।
আসামিরা হলো, ওই গ্রামের আবুল কাশেমের দুই ছেলে বাবলু (৪২) ও শরিফুল (৩৭), মেয়ে মমতাজ (৪০), বাবলুর দুই ছেলে ইমন হোসেন (২২) এবং তক্কেল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৯)।
বাদী একই গ্রামের সিরাজুল ইসলাম মামলায় বলেছেন, ঘাষ কাটাকে কেন্দ্র করে তার সাথে আসামিদের তর্কবিতর্ক হয়। সেই সূত্রে গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করায় তাকে রোহার রড দিয়ে তাকে মারপিট করে। চিৎকার শুনে নারীরা ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে। এসময় তার স্ত্রীর পরনের কাপড় টেনে শ্লীলতাহানি ঘটনায়। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানা পুলিশ মামলা গ্রহণে অস্বীকার করে। বাধ্য হয়ে তিনি আদালতে এই ব্যাপারে অভিযোগ দাখিল করেন। বিচারকের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ গত শুক্রবার নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে। তবে কোন আসামি এখনো গ্রেফতার হয়নি।