ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নসিমন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আমেনা আক্তার নামে এক বছর বয়সের এক শিশু মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের বড় মনির ছেলে।
শিশুটির স্বজন ও স্থানীয়রা জানান, ওই শিশুটিকে সকালে বাড়ির পাশে শুইয়ে রেখে ক্ষেত থেকে আনা ভুট্টা ঘরে তোলার কাজ করছিলেন তার মা। একটি নসিমন ভ্যান মাঠে যাওয়ার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।
শিশুটির বাবা বড় মনি জানান, তার মেয়েকে বাড়ির আঙিনায় ভুট্টার পালার পাশে স্ত্রী শুইয়ে রেখে ভুট্টার আটি বাধার কাজ করছিল। তখন একটি নসিমন মাঠের দিকে যাওয়ার জন্য সড়ক থেকে নিচে নামার সময় তার মেয়ের মাথার ওপর দিয়ে চালিয়ে দেয়।
হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাটাহাম্বার চালক পলাতক রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:লোহাগড়ার শিশু তানহার বাড়িতে অমিতের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল