নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের ঝিকরগাছায় চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজার ঘোড়া প্রতীকে ভোট চেয়েছেন সাবেক দুই সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার (১২ মে) বিকেলে ঝিকরগাছা বাজারে সংক্ষিপ্ত সভায় তারা ভোট প্রার্থনা করেন।
কপোতাক্ষ ব্রিজের পূর্বপাশে সেলিম রেজার ঘোড়া প্রতীকের প্রচারকালে সংক্ষিপ্ত পথসভায় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন বলেন, শুধু উপজেলা নির্বাচনের জন্য নয়, আওয়ামী লীগের বৃহৎ স্বার্থে, সুদূরপ্রসারী পথ চলার উদ্দেশ্যে আমরা ঘোড়া মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে নেমেছি। এ ঐক্য আওয়ামী লীগকে আরও অটুট করবে।
এ সময় সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, যেহেতু দলীয় প্রতীক নাই সেহেতু আওয়ামী লীগের স্বার্থে তরুণ নেতৃত্ব সেলিম রেজার ঘোড়া প্রতীকের পক্ষে নেমেছে উপজেলা আওয়ামী লীগ। আমরা ঘোড়া প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কাজ করবো।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, ঘোড়া প্রতীকের প্রার্থী সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসা প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ ঘোড়া প্রতীকের প্রচার মিছিল বের করে।