নিজস্ব প্রতিবেদক: চক্ষু সেবায় অস্ট্রেলিয়ান দাতা সংস্থা ব্রেডহলস ফাউন্ডেশন তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে খুলনার ক্যাসেল সালামে কর্মশালার আয়োজন করে। কর্মশালার প্রতিপাদ্য ছিল জেন্ডার সেনসেটিভ আই কেয়ার।
এখানে যশোর পরিবার কল্যাণ সমিতি (পিকেএস), খুলনার বিএনএস ও বাগেরহাটের দৃষ্টিদানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন ব্রেডহলস ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোসাব্বিার আলম।
চক্ষু সেবায় অবদানের জন্য উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন পিকেএস’র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাফর সাদিক, যুগ্ম সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, কোষাধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক প্রমুখ।