নিজস্ব প্রতিবেদক
চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যশোর-৩ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এ সময় ভোটারদের চাহিদামত উন্নয়নের কল্যাণে কাজ করার অঙ্গিকারও করেন তিনি।
সোমবার দুপুর ১২টার দিকে যশোর শহরের কাজীপাড়ায় কাজী শাহেদ সেন্টারে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান।
এদিকে যশোরের উন্নয়নে কাজী নাবিল আহমেদকে আরও বেশি গতিশীল দেখতে চান এ আসনের ভোটাররা।
এর আগে কাজী নাবিল আহমেদ বলেন, এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়। মানুষের আস্থা তার ওপর আছে। যে কারণে টানা চতুর্থবারের মতো তাকে দেশের মানুষ সরকার গঠনে রায় দিয়েছেন। জনগণের রায়ের পাশাপাশি নতুন করে পথচলার জন্য বেশকিছু চাহিদা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৫ বছর বাকি উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো।
তিনি বলেন, যশোরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ব্যবসা বান্ধব যশোর গঠনে অবকাঠামো উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগের যে কাজগুলো চলছে তা সম্পন্ন করা, ঝুলে থাকা ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ সম্পন্ন করা, ভৈরব নদ খননের কাজকে অর্থবহ করতে কাজ করবো।
কাজী নাবিল আহমেদ বলেন, আমি ভোটারদের কাছে ঋণী। তাদের চাহিদামত উন্নয়নে কল্যাণে কাজ করতে চাই।
তিনি বলেন, উৎসবমুখ পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে। যশোর ৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন দুই আওয়ামী লীগ নেতা বিজয়ী হয়েছেন। যে দুজন সংসদ সদস্য পরাজিত হয়েছেন তাদের জন্য সমবেদনা রইল। নতুন যারা নির্বাচিত হয়েছেন তাদের সবার সঙ্গে যশোরের উন্নয়নে কাজ করবো।
এদিকে যশোরের উন্নয়নে কাজী নাবিল আহমেদকে আরও বেশি গতিশীল দেখতে চান এ আসনের ভোটাররা। তাদের দাবি, সাধারণ মানুষের চাহিদাগুলো পূরণে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। সেইসঙ্গে তাকেও বাফুফের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চায় যশোরবাসী।