নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের প্রায়াত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা মাহমুদা বেগম (৮০) ইন্তেকাল করেছেন। বাধর্ক্যজনিত কারণে শুক্রবার (১৪ জুন) ভোর ৫টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, পাঁচ কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রয়েছে।
এ দিন বাদ জুমা মধুগ্রাম মধ্যপাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় মাহমুদা বেগম। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনিরুদ্দিন মন্টু, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, জাসদ নেতা আহসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আবুল কায়েস, আবুল বাসার মুকুল, মশিয়ার রহমান, আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়।
