নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার বিকাল ৪ টায় ঐতিহ্যবাহী ভাতুড়িয়া ঈদগাহ ময়দানে চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিয়ার রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু। সম্মানিত অতিথি হিসাবে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাইরুল জামান রয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা কবিরুজ্জামান কাজল, মন্জু এ মাহবুব, শচীন্দ্র নাথ গাইন, কুতুব উদ্দিন, নাজমা খাতুন, জাহাঙ্গীর হোসেন।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবুল সরদার ও তোরাব আলী ।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সদস্য প্রদীপ দাস, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর (গফ্ফার), শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এম এইচ সোহাগ, শহরের সদস্য কামরুজ্জামান কামরুল, নেতা জুয়েল খান, ইদ্রিস আলী, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুর রাহমান প্রমুখ।