নিজস্ব প্রতিবেদক
যশোরের চাঁচড়া বাজারে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন করা হয়েছে। আউটলেটের সত্ত্বাধিকারী নিয়ামত এন্টারপ্রাইজের আয়োজনে সোমবার সকালে আউটলেটটির উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং’র ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সাউথের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সদরের চাঁচড়া ইউপি সদস্য শামীম রেজা, চাঁচড়া বাজার ব্যবসায়ী দোকান মলিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ফুল, বীরমুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, আউটলেটের নিয়ামত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নিয়ামত উল্লাহ্।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর দেয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শেণির মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে।
এবার গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক। তিনি বলেন, রেলগেট শাখার তত্ত্বাবধানে পরিচালিত সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চাঁচড়া আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে এ এলাকায় চালু হলো। এখান থেকে গ্রাহকরা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
