নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে আইস ফ্যাক্টরির মালিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে মারপিটের ঘটনায় তিন ভাইসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন বসুন্দিয়া মোড়ের আনসার আলীর ছেলে কাওছার আলী (৫১)।
আসামিরা হলো, একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে সাফাত বিশ্বাস (৩২), আরাফাত বিশ্বাস (৩৩) ও রিফাত বিশ্বাস (২৯) এবং অভয়নগরের নুনাঘাটা গ্রামের আবুল হোসেন বিশ্বাসের ছেলে আবিদ হোসেন লালন (৩০)।
এজাহারে কাওছার আলী উল্লেখ করেছেন, বসুন্দিয়া মোড়ে সোনালী ব্যাংকের পেছনে তার একটি আইস ফ্যাক্টারি আছে। আসামিরা তার কাছে আগে থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তার ক্ষতি করতে সুযোগ খুঁজতে থাকে। গত ৫ মার্চ রাত ৯টার দিকে বসুন্দিয়া মোড়ের কাঁচা বাজারের কাছে পৌছালে আসামিরা তার গতিরোধ করে। এরপর তাকে কিল ঘুষি মারতে থাকে। তার গালাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
আরও পড়ুন:প্রধান কার্যালয়ের তদন্ত দল যশোরে: নিরাপত্তা নিয়ে প্রশ্ন এমপি রণজিতের