নিজস্ব প্রতিবেদক
৫ লাখ টাকা চাঁদা দাবিতে যশোরে এক বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনায় আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার আলমনগর গ্রামের এই ঘটনার পর ভুক্তভোগী লাল মাহমুদ বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি)’র ওসিকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, একই গ্রামের ইকবাল হোসেন, টিপু সুলতান, ইমাদুর রহমান ইমন, শহর বানু, লাবনী খাতুন, সোনালী খাতুন ও রোজিনা খাতুন।
বাদী মামলায় বলেছেন, বিগত সরকার আমলে আসামিরা বাদীর কাছে প্রায়ই চাঁদা দাবি করতো। পাশাপাশি আসামিদের সাথে বাদীর জমি নিয়ে দীর্ঘদিন পূর্ব থেকে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে গত ১৫ অক্টোবর সকাল ৭টার দিকে সকল আসামি বাদীর বাড়িতে দেশিয় অস্ত্রশস্ত্রসহ প্রবেশ করে। এসময় তাকে গালিগালাজ করে। নিষেধ করলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারপিট করে। বাড়িতে থাকা কয়েক ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় এই ব্যাপারে কোন মামলা করা হলে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। পরিবারের লোকজন বাদীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে পুলিশ অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে আদালতে মামলাটি করেছেন বলে দাবি করেন তিনি।
