নিজস্ব প্রতিবেদক
যশোরে দুই লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম এবং টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার আসামি শহরের চাঁচড়া রায়পাড়ার নুর ইসলাম বাবু ওরফে সার্জেন্ট বাবুকে গ্রেফতার করেছে। গত ৩ মে এই ঘটনার পরদিন ভুক্তভোগী জাকির হোসেন সাগর কোতোয়ালি মডেল থানায় আটক বাবুসহ ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাবু চাঁচড়া রায়পাড়ার মৃত ইয়াসিন মোল্লার ছেলে।
অন্য আসামিরা হলেন, একই এলাকার আব্দুল করিমের ছেলে মিন্টু হোসেন, চান গাজীর ছেলে জাহাঙ্গীর ইসলাম জেংকি, মেজবা উদ্দিন ও ফাহিম।
মামলায় উল্লেখ করা হয়েছে, জাকির এক বছর আগে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিসহ একটি পুকুর লিজ নেন। সেই পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। বাবুসহ অন্যরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে হুমকি দেয়। ওই পুকুরে আর মাছ চাষ করতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়। গত ৩ এপ্রিল জাকির নিজ বাড়ি থেকে বেলা ১১ টার দিকে রেলগেট এলাকায় পৌঁছালে বাবুর নেতৃত্বে অন্যরা ধারালো অস্ত্র নিয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তার কাছে ১০ হাজার টাকা নিয়ে নেয়া হয়। বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় বাবুর হুকুমে মিন্টু হোসেন দা দিয়ে সাগরের মাথায় কোপ মারে। সাগর মাটিতে পরে যায়। এসময় পাশের চায়ের দোকানি জুয়েল এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের অন্যরা এগিয়ে এসে প্রতিবাদ জানালে আসামিরা খুনগুমের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত সাগর ও জুয়েলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাদী সাগর শনিবার কোতোয়ালি থানায় এই মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জন কুমার মালো জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাবুসহ অন্য আসামিরা চিহ্নিত চাঁদাবাজ। এছাড়া এলাকায় মাদক, চুরি ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত। শনিবার রাত সাড়ে নয়টার দিকে চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।