নিজস্ব প্রতিবেদক
যশোরে চাঁদা দাবিতে শামিম হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। থানা পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগীর পরিবার। শহরের শংকরপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী শামিমের স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টি বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৬/৭জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শংকরপুর ইসহাক সড়কের নয়ন কাউন্সিলরের গলির আলতাফ হোসেন আলতুর ছেলে অনিক হাসান অনি ও একই এলাকার আকাশ হোসেন ওরফে ছোট আকাশ।
বাদী মামলায় বলেছেন, তার স্বামী শামিম হোসেন যশোর মেডিকেল কলেজের সামনে কসমেটিকসের ব্যবসা করেন। আসামি অনিক চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বোমাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ওই দুই আসামি বাদীর স্বামীর কাছে বেশ কিছুদিন ধরে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। রাজি না হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে বাদীর স্বামী শামিমকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে নিয়ে কাউন্সিলর নয়নের গলিতে একটি বাড়িতে আটকে রাখে। এরপরে তার কাছে থাকা ৩০ হাজার টাকা আসামিরা ছিনিয়ে নেয়। এরপরও ৮০ হাজার টাকার জন্য শামিমের মোবাইল দিয়ে তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকে ফোন নয়নের গলিতে আসতে বলে। রাত ৯টার দিকে বাদী তার স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে এরই মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপরে এই ঘটনায় থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় পুলিশ। ফলে বাধ্য হয়ে আদালতে এই মামলাটি করা হয়েছে।