নিজস্ব প্রতিবেদক
যশোরে লক্ষাধিক টাকা চাঁদা দাবিতে এক কাপড় ব্যবসায়ীকে মারপিট ও জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায় শনিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে ইসমাইল হোসেন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগে জানান, তার একটি কাপড়ের দোকান আছে যশোর কালেক্টর মার্কেটের সামনে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে দেখে নেওয়াসহ জীবননাশের হুমকি দেয়। একপর্যায়ে গত ৫ মে বেলা দুইটার দিকে শেখহাটির বাসা থেকে মোটরসাইকেল যোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শেখহাটি বাবলাতলা পলিথিন কারখানার সামনে পৌঁছালে, শেখহাটি এলাকার মৃত আবু জেহেরের পুত্র মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মনিরুল ইসলাম (৪৩) ঘুরুলিয়ার সাদ্দাম মোড় এলাকার হাফিজুর রহমানের ছেলে রাসেলসহ (৩৪) অজ্ঞাতনামা আরো ৩/৪ জন মোটরসাইকেলের গতিরোধ করে আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি ও আমাকে মারপিট করে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি ৯৯৯ ফোন করলে আসামিরা আমাকে আরো মারপিট করে আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায়। সংবাদ পেয়ে পুলিশ পৌঁছালে আসামিরা দ্রুত আমার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আসামিরা যাওয়ার সময় হুমকি দিয়ে যায়। অভিযোগকারী ইসরাইল হোসেন জানান, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ৬ মে যশোর কোতোয়ালি থানায় হামলাকারী চাঁদাবাজদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি। অভিযোগে ইসরাইল হোসেন জানিয়েছেন, আসামিরা দীর্ঘদিন ধরে তার কাছে টাকা পয়সা দাবি করে আসছিল। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেন। এবিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই ইকরামুল হুদা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।