নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকার না দেয়ায় মহিলা অধিদপ্তর যশোর কার্যালয়ের ট্রেইনার ফিরোজা বেগমকে শুক্রবার মারপিট করা হয়েছে। ভুক্তভোগীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ফিরোজা বেগম জানান, শহরের পালবাড়ি গাজীরঘাট আয়শা পল্লীতে ৪/৫ মাস আগে তিনি ৫ শতক জমি ক্রয় করেছেন। এলাকার রবি, পিকুল ও মুকুলরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় হুমকি দেয়। শুক্রবার ওই জমিতে তিনি মাটি ফেলছিলেন। এসময় রবিসহ ৫/৬ জন এসে তাকে মারপিট করে এবং হাতে কামড় দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।