নিজস্ব প্রতিবেদক :
চাঁদের হাট যশোর জেলা শাখা মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কৃতি শিক্ষা বৃত্তি উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে দুজন সুহৃদের কাছ থেকে পাওয়া ১৪ হাজার ২শ’ টাকার স্মারক চেক প্রধান অতিথি চাঁদের হাটের চাঁদমণি বন্ধুদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে আরও তিনজন ১৩ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। আরও অনেকেই প্রদানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে প্রথম বৃত্তি লাভকারী চাঁদমণি বন্ধুর মা ও মেয়েকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এই তহবিলের টাকায় অস্বচ্ছল পরিবারের সদস্যরা চাঁদের হাট সংগীত নিকেতনে সংস্কৃতি শিক্ষা গ্রহণ করতে পারবে। এই তহবিলকে স্থায়ী একটি রুপ দেয়ার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে।
চাঁদের হাট যশোর জেলা শাখার সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, শেকড়ের সম্পাদক রওশন আরা রাশু, চাঁদের হাটের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, চাঁদের হাটের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু, বিনয় কৃষ্ণ মল্লিক ও মোকসিমুল বারী অপু বক্তব্য রাখেন। সায়েদা বানু শিল্পীর সঞ্চালনায় প্রথম বৃত্তি লাভকারী চাঁদমণি বন্ধুর মা অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রজ্ঞা, অর্পিতা, ঐশী, সৃষ্টি, অরিত্র, কাব্য, সুপ্রা, মিম, শুভ, সাম্য ও বিভা।
