নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে চাঁদের হাট যশোরের তিনদিনের (১৯-২১ এপ্রিল) চিত্র প্রদর্শনী রোববার শেষ হয়েছে। যশোর, ঢাকা, খুলনা, নড়াইল, সাতক্ষীরাসহ দেশের ৩১ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। প্রদর্শনী চলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। চাঁদের হাট যশোরের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মিলন রহমান।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, বরেণ্য চিত্রশিল্পী ঋষি গৌতম।