কল্যাণ ডেস্ক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্বঘোষিত সমাবেশ শেষে গণভবন অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। এতে চতুর্পাশে তীব্র জ্যাম লেগে যায়। প্রায় আধা ঘণ্টার অবরোধের পর পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয় তারা। শনিবার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। পরে সাড়ে চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় অবরোধস্থল থেকে ১৩ জন আটক করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হারুন বলেন, ‘আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধাদের পুলিশ আটক করেছে। এছাড়া বেশ কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে অবিলম্বে সহযোদ্ধাদের মুক্তি চাই। সেই সঙ্গে আমাদের দাবি আদায়ে এখনও অনড় অবস্থানে রয়েছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’
আটকরা হলেন- সরকারি বাংলা কলেজের নূর মোহাম্মদ নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন কবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানিক দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজম মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হাকিম, ঢাকা কলেজের মামুনুর রশিদ ও সাদ্দাম হোসেন, নরসিংদী সরকারি কলেজের রিমা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আল আমিন এবং সুলতানা সিদ্দিকী।
এ দিকে পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, ‘একদল লোক সকাল থেকে রাজু ভাস্কর্যের অবস্থান করেছিল। একপর্যায়ে তারা শাহবাগের দিকে আসে। তারা যেন শাহবাগে কোন যানবাহন চলাচলের কোনো বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য আমরা জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে রাখি। আমরা তাদেরকে বলে তারা যেন শাহবাগে এই ধরনের কোনো বিঘ্ন পরিবেশ সৃষ্টি না করে, কিন্তু নিষেধ করার পরও তারা গাড়িয়ে থামিয়ে বিঘ্ন পরিবেশের সৃষ্টি করে।’
তিনি আরও বলেন, ‘আমরা খেয়াল করেছি অনেকে ইচ্ছাকৃত গাড়ি থামাচ্ছেন এবং অনেকের হাতে দেখলাম কেরোসিন তেলের বোতল। এখন পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কতজন আটক হয়েছে সেটি যাচাই-বাছাই করে, জিজ্ঞাসাবাদ শেষে আদৌতে তারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি-না এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
এর আগে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ থেকে বর্তমান জাতীয় সংসদের ৪০ জন সংসদ সদস্য, পাঁচটি পেশাজীবী সংগঠন, চারটি ছাত্র সংগঠন বয়সসীমা ৩৫ দাবির বিষয়ে নীতিগত সিদ্ধান্তের সুপারিশের যুক্তিসঙ্গত তথ্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে গণভবন অভিমুখে এই পদযাত্রা করে।
পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান আন্দোলনকারীরা। বাক-বিতণ্ডার এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশে ব্যারিকেড সরিয়ে এগিয়ে যান এবং বিচ্ছিন্নভাবে শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা সরে পড়েন।
এ দিকে সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রেস ব্রিফিংয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরীফুল ইসলাম শুভ বলেন, আন্দোলন করা আমাদের মৌলিক সাংবিধানিক অধিকার। পুলিশ অন্যায্যভাবে আমাদের শিক্ষার্থীদের আটক করেছে। আমাদের সহযোদ্ধাদের মুক্তি না দিলে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর না করলে সারা বাংলাদেশ থেকে আমরা গণঅনশনে যাব। আমার একটা সহযোদ্ধা যদি অনশনে ক্ষতিগ্রস্ত হয়, এর দায় নিতে হবে।