নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা ও সার্টিফিকেট আত্মসাৎ করার অভিযোগে আব্বাস আলী (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আব্বাস আলী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝকান্দি গ্রামের হাসান খানের ছেলে।
নড়াইলের লোহাগড়া উপজেলার পার আমডাঙ্গা গ্রামের দিপুর শেখের ছেলে তানভীর শেখ (১৯) যশোর কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি লোহাগড়া আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মাস খানেক আগে আব্বাস আলী তাকে সেনাবাহিনীকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়। তার জন্য সাড়ে ৮ লাখ টাকা দিতে হবে বলে জানায়। তিনি তাকে নগদ তিন হাজার টাকা দেন। তার এসএসসির সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র আব্বাস আলী নিয়ে নেয়। গত ১২ মে যশোর ক্যান্টনমেন্টে প্রাথমিক বাছাইপর্বে তিনি দাঁড়ান এবং প্রাথমিক মনোনীত হন। এরপর আব্বাস একটি ব্লাংক চেক, এসএসসির মার্কশিট, প্রবেশপত্র, সার্টিফিকেট ও ছবিসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে নেয়।
বুধবার আব্বাস আলী যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করেন। এ সময় তার কাছে কাগজপত্র ফেরত চাওয়া হয়। কিন্তু চাকরি পাইয়ে দিতে চুক্তির সকল টাকা না দিলে কাগজপত্র ফেরত দেয়ার হবে না জানান। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।
পরে জানতে পারেন আব্বাস একজন প্রতারক। সে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে থাকে। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করলে পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আরবপুর মোড় থেকে গ্রেফতার করে।