নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা জজ আদালতে চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অলোক কুমার ঘোষ নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের শর্শুনাদাহ গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে হেলাল উদ্দিন এই মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। আসামি অলোক কুমার ঘোষ খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের মাহাদেব ষোষের ছেলে।
মামলার বিবরণ মতে, আসামি অলোক কুমার ঘোষ বর্তমানে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) চাকরি করেন। যশোর শহরের হাসপাতাল মোড়ের অসীম ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখাতে এসে হেলালের সাথে আসামি অলোকের পরিচয় হয়। হেলাল বেকার হওয়ায় তাকে মেহেরপুর আদালতে স্টেনোগ্রাফার পদে চাকরি দেয়ার প্রস্তাব দেন অলোক। ২০২১ সালের ২ সেপ্টেম্বর অলোক কুমারকে ৮ লাখ টাকা দেয়া হয়। তিন মাসের মধ্যে চাকরি দেয়ার কথা থাকলেও অলোক চাকরি দিতে ব্যর্থ হন। এরপর টাকা ফেরত চাইলে ঘোরাতে থাকেন। বর্তমানে অলোক কুমারের সকল মোবাইল নম্বর বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।