নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা শহীদ (৭০) ও তার ছেলে শরিফুল (৩৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মাউলী ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হাঁস পোষাকে কেন্দ্র করে চাচা আকবর ও আলমগীরের সঙ্গে ভাতিজা শহীদের কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয় চাচা লাঠি দিয়ে ভাতিজা শহীদ (৭০) ও তার ছেলে শরিফুলকে (৩৫) মাথায় আঘাত করলে তারা দুজনে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাদের পরিবারের লোকজন উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে রাতেই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।