নিজস্ব প্রতিবেদক
যশোরে চারশ টাকা চুরির প্রতিবাদ করায় বড় ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় এক বোন মামলা করেছেন। পুলিশ ওই মামলার আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করেছে। রাকিব হোসেন যশোরের উপশহর ৭ নম্বর সেক্টরের আজগর আলী মৃধার ছেলে।
বাদী আখি খাতুন মামলায় বলেছেন, গত ১৫ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে বড় ভাই জনির মানিব্যাগ থেকে চারশ’ টাকা চুরি করেন রাকিব। ওই সময় বাড়ির পাশে সাদের চায়ের দোকানে অবস্থানকালে রাকিবের কাছে টাকা চুরির বিষয়টি জানতে চান জনি। এতে সে ক্ষিপ্ত হয়ে কাছে থাকা চাকু দিয়ে রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে জনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই এই ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেন তার বোন আখি খাতুন। পুলিশ আসামি রাকিবকে গ্রেফতারের পর ১৬ অক্টোবর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

 
									 
					