নিজস্ব প্রতিবেদক
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে দীর্ঘ চার দশকের পথচলা শেষে ৪১ বছরে পদার্পণ করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় পত্রিকা যশোরের দৈনিক কল্যাণ। ‘বস্তুনিষ্টতাই আমাদের অহংকার’ এ অঙ্গীকার নিয়ে ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা করা এই দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল রোববার (১৬ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বিপণনকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছে দৈনিক কল্যাণ।
এদিন সকাল থেকে যশোর এম এম আলী রোডের কল্যাণ দপ্তরে শুভেচ্ছা জানাতে আসতে থাকেন নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শুভানুধ্যায়ীদের আগমন। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে যেমন আছেন রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক; তেমনি আছেন অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, ক্রীড়াবিদরা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শুভেচ্ছা জানিয়েছে দৈনিক কল্যাণকে। প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীতেই নানা অনুষ্ঠানমালার আয়োজন করে দৈনিক কল্যাণ। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ দিন বিকেলে পত্রিকা কার্যালয়ে দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভক্ষণের সূচনা করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন যশোর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রফিকুল হাসান, কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি ও যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, কল্যাণ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, দৈনিক কল্যাণ দীর্ঘদিন ধরে যশোরের মানুষের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। পত্রিকাটি আগামীতেও অতীত ঐতিহ্য ধরে রেখে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবে। সেই সাথে সমাজের অন্যায়-অবিচার পাঠকের কাছে তুলে ধরবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সকলকে ধন্যবাদ জানান।
সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, দৈনিক কল্যাণ ৪১ বছরে পা দিল। জন্মদিনে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বিগত ৪০ বছর দৈনিক কল্যাণ এ দেশের মানুষের অধিকার নিয়ে সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করেছে। ৪১ বছরে পা দেয়ার পরে দৈনিক কল্যাণ আরো সাহসিকতার সাথে সাধারণ মানুষের জন্য ভূমিকা রাখবে। দৈনিক কল্যাণের চলার পথে সহযোগিতার আশ^াস দেন এই বিএনপির নেতা।
যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান বলেন, দৈনিক কল্যাণের ৪১ বছরে পদার্পণ উপলক্ষে জেলার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা। কল্যাণ দীর্ঘদিন ধরে গণমানুষের কথা বলে, সত্যের কথা বলে, শোষিতের পক্ষে কথা বলে, শাসকের বিপক্ষে কথা বলে। কল্যাণ এ অঞ্চলের প্রতিটি মানুষের বিপদে, মানুষের কল্যাণে সংবাদ পরিবেশন করে থাকে। দৈনিক কল্যাণ অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক কল্যাণ পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানের নেতৃত্বে নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।
সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও বার্তা সম্পাদক শিকদার খালিদের নেতৃত্বে দৈনিক লোকসমাজ পরিবার, সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামানের নেতৃত্বে গ্রামের কাগজ পরিবার, ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে সমাজের কথা পরিবার, সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
নির্বাহী সম্পাদক মাহাবুর রহমান লাভলু ও বার্তা সম্পাদক মিজানুর রহমান মুনের নেতৃত্বে দৈনিক স্পন্দন পরিবার, নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলমের নেতৃত্বে দৈনিক সত্যপাঠ, দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টুর নেতৃত্বে প্রজন্ম একাত্তর, দৈনিক প্রভাতফেরীর সম্পাদক ফকির শওকত, সম্পাদক শিহাব উদ্দিনের নেতৃত্বে যশোর বার্তা, সম্পাদক ও প্রকাশক এস শামসুদ্দিন জ্যোতির নেতৃত্বে দৈনিক বাংলার ভোর, সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, প্রাচীন পত্রিকা পরিবেশক ইজাহার আলী, সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এম আর খান মিলনের নেতৃত্বে যশোর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান, সিগনেচার মোটরস’র পক্ষে আসলাম আলম, সভাপতি রাজিদুর রহমান সাগর ও কামরুজ্জামান বাপ্পীর নেতৃত্বে যশোর জেলা ছাত্রদল, প্রকাশক ও সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে দৈনিক রূপান্তর প্রতিদিন, সভাপতি নওরোজ আলম খান চপল ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনির নেতৃত্বে নাট্য সংগঠন বিবর্তন যশোর, যশোর সাহিত্য পরিষদের পক্ষে সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল, সপ্তাহের একটি বই পড়ি’র সভাপতি ও এমএম কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহাজান কবির, প্রতিদিনের কণ্ঠ পরিবার, বণিক বার্তা যশোরের প্রতিনিধি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তপন ঘোষের নেতৃত্বে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ, মিলন শেখের নেতৃত্বে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুবঅধিকার পরিষদ যশোর জেলা শাখা, চ্যানেল ২৪’র পক্ষে ইমরান হোসেন, উদীচী যশোর, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আলম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ নেতৃবৃন্দ, মিলিলি প্রিন্টার্স কর্মকর্তা-কর্মচারি, সিটি প্লাজা ব্যবসায়ী সমিতি, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিমুর রহমান ও মো. পিন্টু, অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেস কুমার রায়, আইইডি যশোর পরিবার, জেলা সমবায় ব্যাংক, তীর্যক যশোর, ফটো সাংবাদিক ফিরোজ গাজী, যশোর কমিউনিটি ইউকে’র পক্ষে কামরুজ্জামান ও তারিক হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সহ-সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হিরাসহ নেতৃবৃন্দ, যশোর জেলা মাইক-লাইট মালিক সমিতির নেতৃবৃন্দ, পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক রাকিবুল আলম, কবি সাহিত্যিক মাহমুদা রিনি, স্যানিটারি ওয়ার্ল্ড, পত্রিকা ব্যবসায়ী ফরহাদ, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নুর ইসলাম, সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক জিলহজ হোসেনের নেতৃত্বে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন, বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজল শুভেচ্ছা জানান।
এ দিন সকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, যশোর নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাসুদুজ্জামান মিঠু ও অ্যাডভোকেট আবুল কায়েসসহ অন্যন্যরা, সুরধনীর পক্ষ থেকে ফুল দেন হারুন-অর-রশীদ ও মাহমুদ হাসান বুলুসহ অন্যান্যরা, মিজানুর রহমানের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, দৈনিক কল্যাণের নির্বাহী সম্পাদক শাহাদত হোসেন কাবিল, শাহেদ চৌধুরীর নেতৃত্বে ব্রান্ড কালেকশন পরিবার, লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি মির্জা বদরুজ্জামান টুনু, পিকেএস যশোরের সহ-সভাপতি অ্যাড. জাফর সাদিক ও আতিকুর রহমান তিকু, বিডি ক্লিন যশোর।
আরো শুভেচ্ছা জানান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সানোয়ার আলম খান দুলু, সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের নেতৃত্বে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা, ব্যাঞ্জন থিয়েটার যশোরের নেতৃবৃন্দ।
রাতে পত্রিকা দপ্তরে আসেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাংগঠনিক সম্পাদক ইকলাসসহ নেতৃবৃন্দ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, তথ্য অফিসের পক্ষে সহকারী তথ্য কর্মকর্তা এলিন-সাঈদুর রহমান, যশোর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্যসচিব নির্মল কুমার বিটসহ নেতৃবৃন্দ। শেষে কণ্ঠশিল্পী রাতুল হাসান শোয়েব, হাফিজুর রহমান মিগদাদ ও মাহির মুনতাসির গান পরিবেশন করেন।