নিজস্ব প্রতিবেদক
টানা চার সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার যশোর থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এদিন সব ট্রেন চলেনি, দুপুর দুইটার দিকে যশোর স্টেশন থেকে প্রথম আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে ১৩ আগস্ট থেকে শুরু হয় লোকাল ট্রেন চলাচল।
যশোর রেলওয়ে স্টেশনে কর্মরত মাস্টার জাকির হোসেন বলেন, ‘দুপুর দুইটার দিকে প্রথম আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছেন। তবে অন্য সময়ের তুলনায় যাত্রী কম ছিল। এর বাইরে যশোর থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। আবার কোন ট্রেন আসেওনি।’
আগামী দুই দিনের মধ্যে সব গুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বিকেলে রেল স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন চালু খবর শুনে অনেকে যশোর রেল স্টেশনে ভিড় করছে। তবে যশোর থেকে খুলনা যাওয়ার জন্য লোকাল ট্রেন না থাকায় তাদেরকে হতাশ হয়ে ফিরে যেতে হয়।
শহরের ধর্মতলা এলাকার আমেনা খাতুন বাসস্ট্যান্ড থেকে ট্রেনে খুলনা যাবেন বলে এসেছিলেন রেল স্টেশনে। তবে রাত ৮টার আগে যশোর থেকে খুলনাগামী কোন ট্রেন না থাকায় তিনি আবার চলে যান।
কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ১ অগাস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ অগাস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশহীন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১০ দিন বাদে আন্তঃনগর ট্রেনের চাকা ঘুরল। এর আগে সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।