নিজস্ব প্রতিবেদক
যশোরে অভিনব কায়দায় ইজিবাইক নিয়ে গেছে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে প্রতারক চক্র। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে যশোর জিলা স্কুলের সামনে থেকে চালককে নামিয়ে ইজিবাইক নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী ইজিবাইক চালক ফজের আলী (৪১) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে ফজের আলী প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা) চালিয়ে যশোর কোর্ট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠেন এবং চাঁচড়া মোড়ে যাওয়ার কথা বলেন।
তাদের মধ্যে একজন চালকের পাশের সিটে ও অপরজন পেছনে বসেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পাশের যাত্রী চালক ফজের আলীর শরীরে একটি অজানা ধরনের স্প্রে প্রয়োগ করেন। এরপর যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামাতে বলেন। ফজের আলী জানান, তখন তিনি সম্পূর্ণ রূপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীরা যা বলছিলেন, তাই করছিলেন।
একপর্যায়ে প্রতারকরা তাকে রাস্তার পাশে নামিয়ে বসিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর ফজের আলী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুঝতে পারেন তার ইজিবাইকটি প্রতারক চক্র প্রতারণা করে নিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির তদন্ত করছেন।