কল্যাণ ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালি নদী থেকে স্বাধীন মিয়া (২৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে নদীর কচুরিপানায় লাশটি পাওয়া যায়।
নিহত স্বাধীন উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া (খানবাড়ি) এলাকার মৃত আব্দুল জলিল খানের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৪মার্চ) বিকেলে স্বাধীন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯.১৫টার সময় সর্বশেষ তিনি ভাতিজা রাসেলের সাথে মুঠোফোনে কথা বলেন। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে ভোর হওয়ার পর সবাই দেখতে পান যে, স্বাধীন বাড়ি ফিরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন বয়ড়া ব্রিজের নিচে গিয়ে তার লাশ দেখতে পান।
নিহতের বড় ভাই খলিলুর রহমান বলেন, এইচএসসি পাশ করা স্বাধীন অভাবের কারণে অটোরিকশা চালাতেন। কে বা কারা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। তবে অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে ১৩০০তম কিডনি প্রতিস্থাপনের মাইলফলক