কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ফজরের নামাজ শেষে পাশের বাজারে চা খেতে আসছিলেন বৃদ্ধ আয়ুব হোসেন (৬৫)। এ সময় সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ দুলালমুন্দিয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়ুব হোসেন ওই এলাকার খামারমুন্দিয়া গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মতলেবুর রহমান সড়কে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে।