নিজস্ব প্রতিবেদক
যশোরে হাসিব হোসেন (২২) নামে এক যুবক জখম হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বারান্দি মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন টাইলস মিস্ত্রি। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত হাসিব জানান, শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকার রাহুল তার ঘনিষ্ঠ। রাতে তাকে চা পানের কথা বলে বাসা থেকে ডেকে আনে। কথা বলার একপর্যায়ে সে কিছু বুঝে উঠার আগেই ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার পায়ের মাংসপেশীতে ছুরিকাঘাতে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তবে নাম না বলার শর্তে স্থানীয়রা বলেন, হাসিব ও রাহুলের স্থানীয় একটি ছিনতাই চক্রের সাথে সম্পৃক্ততা রয়েছে। ওইদিন ছিনতাইয়ের টাকা ভাগাভাগি বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন হাসিব। এ বিষয়ে তারা পুলিশের হস্তক্ষেপ কামনা করে বলেন, পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসবে।