নিজস্ব প্রতিবেদক
যশোর শোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিব মো. আলী হাসানের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী খন্দকার মাসুদুল হক। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ৪ এপ্রিল তার গুরুতর অসুস্থ স্ত্রী আনোয়ারা খাতুনকে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
অভিযোগে মাসুদুল হক জানান, হাসপাতালে আনার সময় তার স্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮৫% ছিল, যা জরুরি বিভাগে নেওয়ার পর হাসপাতালের মেশিনে ২৭%-এ নেমে আসে। রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট ও অস্থিরতা থাকা সত্ত্বেও জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও পাওয়া যায়নি। পরবর্তীতে ডাক্তার এসে অত্যন্ত বিরক্তির প্রকাশ করেন এবং কর্তব্যরত ওয়ার্ডবয়কে চিকিৎসা দিতে বলেন। এমনকি তিনি রোগীর দিকে না তাকিয়ে ডেক্সে বসে থাকেন এবং রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার করেন।
মাসুদুল হকের অভিযোগ, বারবার অনুরোধের পরেও ডাক্তার হাসিব মো. আলী হাসান রোগীর শারীরিক অবস্থার গুরুত্ব উপলব্ধি না করে ব্যবস্থাপত্র দেওয়া তো দূরের কথা, উল্টো রোগীর স্বজনদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন। ইচ্ছাকৃত ভাবে সময়ক্ষেপণের ফলে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে। পরে রোগীর স্বজনদের অনুরোধে তাকে ভর্তি করা হলেও অবস্থার চরম অবনতি হলে দ্রুত আইসিইউতে রেফার করা হয়। একই দিন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুনের মৃত্যু হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত ডাক্তারের এর আগেও খারাপ আচরণের বহু অভিযোগ পাওয়া গেছে এবং তিনি ‘ফ্যাসিস্টের দোষরের মতো’ আচরণ করেন। খন্দকার মাসুদুল হক এই ডাক্তারের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হুসাইন শাফায়াত জানান, তারা অভিযোগপত্রটি পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার স্বাস্থ্য পরিচালক, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পাবলিক প্রসিকিউটর এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের। কাছেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বৈশাখের খরতাপে পুড়ছে যশোর,ঘরের বাইরে বের হলেই যেন আগুনের হল্কা লাগছে গায়ে