চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি
যশোর সদরের চুড়ামনকাটি বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়েছেন পলাশ মিয়া (৩০) নামে এক এনজিওকর্মী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে চুড়ামনকাটি বাজারের জামির সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পলাশ বেসরকারি সংস্থা জাগরণী ফাউন্ডেশনের যশোর সদরের চুড়ামনকাটি ব্রাঞ্চের ফিল্ড অফিসার। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নগরকান্দায়। তিনি পলাশ মিয়ার ছেলে।
স্থানীয় ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, পলাশ চুড়ামনকাটি বাজারের জামির সুপার মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনি ট্রাকের নিচে পড়েন যান। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়েছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে।