নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে কোতোয়ালি মডেল থানায়। অভিযোগে বর্তমান চেয়ারম্যান বাদী হয়ে ৩৯ জনকে ও সাবেক চেয়ারম্যান বাদী হয়ে ১৮ জনকে অভিযুক্ত করে এই অভিযোগ করেনে। পুলিশের দাবি পাল্টাপাল্টি অভিযোগ হওয়ায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর গোটা ইউনিয়ন জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে ব্যাপক আতংক বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বৃহস্পতিবার বিকালে তার কর্মীদের নিয়ে বাজারের হাই স্কুল রোড়ে তার বাসার সামনে বসে ছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনের ভাইপো লিপু ও সেলিম ওই রাস্তা দিয়ে চুড়ামনকাটি বাজারে আসার সময় সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। অপরদিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার অভিযোগ তাদের উপর হামলা চালায় বর্তমান চেয়ারম্যানের কর্মী সমর্থকরা।
ঘটনার পর রাতেই চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন ৩৯ জন সাবেক চেয়ারম্যান মুন্নার অনুসারী নেতাকর্মীদের নামে যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, তার ভাই আব্দুল হান্নান, ছেলে আব্দুল আওয়াল, মোজাম হোসেন, হোসেন আলী, হাসান আলী, তপন উদ্দীন, হায়দার আলী, আবু তালেব, মহিদুল ইসলাম, আজিজুর রহমান, ইসহাক আলী, আনিসুর রহমান, বকুল হোসেন, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম, পান্না, ইউনুচ আলী, কোরবান আলী, মনিরুল ইসলাম, অমল পাল, হযরত আলী, অসিম দাস, তপন দাস, উত্তম দাস, দদু কুমার মন্টু, রাম দাস, রতন দাস, ভরত দাস, সমন্তি দাস, প্রসাদ দাস, বাপ্পি, দুখু চান, সুমন, আমির হামজা, আবুল হোসেন, মহাসিন আলী, জাকির হোসেন, আক্তার হোসেনকে অভিযুক্ত করা হয় ।
এদিকে ঘটনার পর সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না বাদী হয়ে ১৮ জনকে অভিযুক্ত করে যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। তিনি বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনকে ১ নং আসামি করে এই অভিযোগ করেন। অন্যান্য অভিযুক্তরা হলেন, চেয়ারম্যানের ছেলে তানভির রকসি, জাকির হোসেন দারা, সেলিম পারভেজ, বাদশা, শুভ, আশরাফ হোসেন, হাফিজুর রহমান, ইনছান আলী, দিপু, আমিরুল ইসলাম, আনিছ, আলিম, মো. রাজ্জাক, বকুল হোসেন, মিজানুর রহমান, আবু সাঈদ, সুমন হোসেন।
ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না তার ক্যাডার বাহিনী নিয়ে আমাকে মারার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে হামলা চালায়। তারা এ সময় আমার দলের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় ৪ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটো অভিযোগই এখনো রেকর্ড হয়নি। পুলিশের দাবি পাল্টাপাল্টি অভিযোগ হওয়ায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে চুড়ামনকাটি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।