জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমেল বাতাসের কারণে জনজীবনে শীত অনুভূত হচ্ছে। হিমশীত অনুভূতি হচ্ছে জনজীবনে।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা রয়েছে। সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। বুধবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, আরো কয়েকদিন শীত থাকতে পারে। ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা হ্রাস পেতে পারে। হিম ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে শীত অনুভূত হচ্ছে।
