চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে আগুন লেগে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
খাদিমপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার বলেন,খাদিমপুর-বানাত খাল, শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টা খেতে কেউ আগুন ধরিয়ে দেয়। এতে সাড়ে ৩০০ বিঘা জমিতে থানা ভুট্টা ও পান বরজ পুড়া ছাই হয়ে গেছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসের ডিউটিরত সেন্টি চাঁদ মিয়া বলেন, সকাল ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দুই ইউনিট ও আলমডাঙ্গা থেকে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুই ঘণ্টা পর মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা