নিজস্ব প্রতিবেদক
যশোরে চুরি করতে গিয়ে গণধোলাইয়ে আহত হয়েছেন আল আমিন শিকদার (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শহরের বেজপাড়া হারান কোলনির মোড়ে। তিনি শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার মৃত রইচ শিকদারের ছেলে। স্থানীয়রা তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, গত বুধবার হারান কোলনির মোড়ের কয়েকটি বাসায় চুরির ঘটনা ঘটে। তারা সিসি ক্যামেরায় আলামিনকে সনাক্ত করে। দুপুরে পুনরায় আলামিন ওই এলাকায় চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এসময় পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা ইদ্রিস আলী জানান, স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার নামে চুরি ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে নথিভুক্ত আসামি, পুলিশ তাকে খুঁজছিলো। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
