নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলো, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলার বসন্তপুর গ্রামের আফতাব মোড়লের ছেলে নাজিম উদ্দিন নিত্ত। এই মামলায় মাগুরার মোহাম্মদপুর উপজেলার হৃদয় হাসান সেলিমকে পলাতক আসামি করা হয়েছে।
এসআই আরিফুল ইসলাম মামলায় জানিয়েছেন, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জানতে পারেন শহরের বকচর টিবি হাসপাতালের সামনে অজ্ঞাতনামা চোরেরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এসময় সেখানে গেলে শহিদ ও নিত্তকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ডিসকভার চোরাই মোটরসাইকেল। ওই সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে যায় বলে আটক দুইজন পুলিশের কাছে স্বীকার করেছে। এরপর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন এসআই রাজেশ কুমার দাস।