নিজস্ব প্রতিবেদক
যশোরে দোকানে চুরি করার সময় হাবিবুর রহমান (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। গত ২০ অক্টোবর রাতে শহরের বারান্দী মোল্যাপাড়া বিসিএমসি কলেজের পাশে সাজু আয়রন স্টোরে চুরি হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আটক হাবিবুর রহমান চুরির কথা স্বীকার করে ২১ অক্টোবর আদালতে জবানবন্দি দিয়েছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। হাবিবুর রহমান পূর্ব বারান্দীপাড়া আমতলার আব্দুল হামিদের ছেলে।
মেসার্স সাজু আয়রন স্টোরের মালিক সাজু শেখ মামলায় জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হাবিবসহ কয়েকজনে পিছন দিক থেকে টিন কেটে ভিতরে প্রবেশ করেন। এসময় ক্যাশ ড্রয়ারে থাকা ২৯ হাজার ৪শ’ টাকা চুরি করে। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজনে হাবিবকে আটক করে। এসময় তার সহযোগীরা অন্যরা পালিয়ে চলে যায়। তবে উপস্থিত লোকজন হাবিবকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ হাবিবকে হেফাজতে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়। এই ঘটনায় ওই রাতেই দোকান মালিক সাজু কোতোয়ালি থানায় মামলা করেছেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
