নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চুরি করার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে হাসপাতালের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা। আটককৃতরা হলেন, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাহাবুব রহমানের স্ত্রী সালেহা বেগম (৪০) ও খুলনার নুরনগর বয়রা এলাকার সিরাজ মিয়ার স্ত্রী সাহিদা বেগম (৩২)।
ভুক্তভোগী সদরের চুড়ামনকাটি আমবটতলার কালাম হোসেনের মেয়ে সাথী খাতুন, সদরের ভেকুটিয়া গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম ও ঝিনাইদহের মহেশপুরের খলিলপুর গ্রামের দাউদের স্ত্রী সবেদা খাতুনসহ বেশ কয়েকজন জানান, হাসপাতালে চিকিৎসা নিতে এসে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও পার্সসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া যায়। এসময় দুইজনকে সন্দেহ হলে হাসপাতালের দায়িত্বরত পুলিশকে অবহিত করলে তারা এসে সন্দেহভাজন ওই দুই মহিলাকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি দামি স্মার্ট মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়। পরে তাদেরকে যশোর কোতোয়ালি থানায় হস্তন্তর করা হয়।
যশোর কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার বলেন, হাসপাতালে চুরির ঘটনায় সালেহা ও সাহিদা নামে দুই নারীকে আটক করে হাসপাতালে দায়িত্বরত পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।